মৌলভীবাজারে রোপা আমনে কীটপতঙ্গের আক্রমন
- আপডেট সময় : ০৫:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের রোপা আমনে মাজরা পোকা ও পাতামোড়ানো কীটপতঙ্গের আক্রমন দেখা দিচ্ছে। এতে গাছ মরে যাওয়ার পাশাপাশি পোকা আক্রান্ত ধান গাছ ক্ষতিগ্রস্থ হচ্ছে। অপরিণত ধানের চারা বিবর্ণ হয়ে ফ্যাকাশে রূপ ধারণ করেছে। আতঙ্কিত না হয়ে ধান গাছে পরিমাণ মতো সার-কীটনাশক ছিটানোর পরামর্শ কৃষি বিভাগের।
মৌলভীবাজারে জমিতে চারা রোপন প্রায় শেষ না হতেই মাজরা পোকা ও পাতামোড়ানো পোকাসহ নানা রোগবালাই দেখা দেয়ায় চাষীরা আতংকিত ও হতাশ হয়ে পড়েছেন। অনেক জমিতে ধানগাছ সবুজ হয়ে আসার সঙ্গে-সঙ্গে দেখা দিয়েছে কীট পতঙ্গের আক্রমন। এছাড়া জমিতে লাগানো চারা বিবর্ণ হলুদ বর্ণ ধারণ করে ফ্যাকাশে হয়ে যাচ্ছে।এমন চিত্র জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলার বিভিন্ন ধান ক্ষেতের।
পোকা-মাকড় দমন করতে এসব জমিতে কীটনাশক প্রয়োগ করছেন কৃষক। তাতেও আশানুরুপ ফল মিলছে না।
কৃষকদের আতঙ্কিত না হয়ে জমিতে পরিমাণ মতো কীটনাশক ও সার প্রয়োগের পরামর্শ কৃষি বিভাগের এই কর্মকর্তার।
রোগ-বালাই ও পোকার আক্রমণের ধকল কাটিয়ে কৃষকের মুখে হাসি ফুটবে এমন প্রত্যাশা জেলা বাসীর।
জেলায় চলতি আমন মৌসুমে ১ লাখ ১ হাজার ২শ’ ৩৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে।