মৌলভীবাজারে রোপা আমন কাটার ধুম পড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে রোপা আমন কাটার ধুম পড়েছে। এবার ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ন্যায্য দাম পেলে লাভের মুখ দেখবেন তারা। কৃষি বিভাগ বলছে, এ বছর পোকা-মাকড়ের আক্রমণ ও রোগ-বালাই না থাকায় ফলন ভাল হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি এম এ মোহিতের রিপোর্ট জানাচ্ছেন:….
আপস…….. জেলায় আমন কাটার ধুম পড়েছে। কৃষকের ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসব। মাঠের পর মাঠ কাঁচা-পাকা ধানের সমাবেশ আর মৌ মৌ গন্ধে তৈরি হয়েছে অন্যরকম আমেজ। সরকার ধানের দাম বাড়ানোয় খুশি কৃষক।
এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে বলে জানায়, কৃষি বিভাগ। জেলায় এবছর এক লাখ এক হাজার চার’শ ৮২ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এ থেকে প্রায় দু’লাখ ৯০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।