মৌলভীবাজার, সিরাজগঞ্জ ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিন’জন নিহত
- আপডেট সময় : ০২:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজার, সিরাজগঞ্জ ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিন’জন নিহত হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রবীন্দ্র সিংহ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবক জুড়ী উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর ছিলেন। মোটরসাইকেলে জুড়ীর কর্মস্থলে যাওয়ার পথে কুলাউড়ায় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি । পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে ।
সিরাজগঞ্জের সলঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছে। সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গোজা ব্রিজ এলাকায় পাবনাগামী সয়াবিন তেলবাহী ট্রাকের সঙ্গে ও বগুড়াগামী ধানের কুড়াবাহী অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই ধানের কুড়াবাহী ট্রাকের হেলপার মারা যায়।
দিনাজপুরে ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে লাভলী বেগম নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লাভলী বেগম মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের বালুবাড়ি থেকে ইজিবাইকে বাসায় ফিরছিলেন। আনন্দ সাগর খানকার মোড়ে পণ্যবাহী ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লাভলী বেগম রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।