মৌলিক মূল্যবোধ চর্চার ফলে যে কোন অপশক্তিকে পরাজিত করা সম্ভব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম মৌলিক মূল্যবোধ চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, এর ফলে যে কোন অপশক্তিকে পরাজিত করা সম্ভব।
সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মতবিনিময় সভাশেষে মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল ও জেলা পরিষদের তহবিল থেকে উপজেলার ১১৯টি পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করেন। এদিকে, বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে বরিশাল মহানগরীর ৪৩টি এবং সদর উপজেলার ২২টিসহ ৭৫টি মন্ডপের নেতাদের হাতে অনুদান তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।