মৌসুমে প্রথমবার লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠলো বার্সেলোনা
- আপডেট সময় : ০৯:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
মৌসুমে প্রথমবার লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠলো বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বিগ ম্যাচে সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে কাতালান শিবির। ফ্রেঞ্চ লিগে জিতেছে পিএসজি। লরিয়েন্টকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। গোল পেয়েছেন মেসি-নেইমার-এমবাপ্পে। এদিকে, ইপিএলে জিতেছে টটেনহাম আর সিরি আয় বিগ ম্যাচ জুভেন্টাসকে হারিয়েছে ইন্টার মিলান।
লা লিগায় বার্সেলোনার গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলেই মৌসুমে প্রথমবার টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ। ঘরের মাঠে প্রতিপক্ষ সেভিয়া।
জাভির ট্যাকটিস আর হাইপ্রেসিং ফুটবল, দুইয়ে মিলে লাগাতার আক্রমণ, দিশেহারা সেভিয়ার ডিফেন্স।
তবে, গোলটাই যেন পাওয়া হচ্ছিলো না বার্সার। কখনো পোস্ট বা কখনো বাধার দেয়াল সেভিয়া গোলকিরক্ষক। আক্রমণ গিয়েছে সেভিয়াও, তবে কাজে আসেনি একটাও। অবশেষে ম্যাচের ৭২ মিনিটে ভাঙে ডেডলক। গোল্ডেন বয় পেন্দ্রির নিক্ষুত ফিনিসিংয়ে লিড পায় বার্সেলোন।
শেষ পর্যন্ত স্কোরলাইনে আসেনি আর পরিবর্তন। তবে রদবদল এসেছে পয়েন্ট টেবিলে। প্রথমবার কাতালানরা উঠলো পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
একই রাতে ফ্রেঞ্চ লিগে মাঠে নামে পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পে সবাইকে নিয়ে লরিয়েন্টের বিপক্ষে নামে প্যারিসিয়ানরা।
নেইমারের গোলে শুরু হয় ম্যাচ, এমবাপ্পের অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এরপর লরিয়েন্টে জালে জোড়া গোল দিয়েছেন কাইলিয়ান এমবাপ্পে।
লরিয়েন্টের হতশ্রী দশা আরও বাড়ে ৭৩ আর ৯০ মিনিটে। লিওনেল মেসি আর নেইমারের জোড়া গোলে ছিন্নভিন্ন লরিয়েন্ট ডিফেন্স। মাঝে এক গোল শোধ দিয়ে দিলেও বড় হার এড়াতে পারেনি লরিয়েন্ট। জোড়া গোলের সাথে হ্যাটট্রিক অ্যাসিস্টে ম্যাচসেরা কিলিয়ান এমবাপ্পে।
সুপার সানডেতে জিতেছে টটেনহাম আর ইন্টার মিলানও। ইপিএলে
নিউক্যাসলকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে টটেনহাম আর বিগ ম্যাচে জুভেন্টাস ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান।