ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে জিতেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল
- আপডেট সময় : ১২:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগ আলাদা ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে ম্যান সিটি আর এভারটনের বিপক্ষে ৪-১ গোলের জয় লিভারপুলের।
গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকেই এভারটনকে চাপে রাখে অলরেডরা। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ক্লপ শীষ্যদের। ৯ মিনিটে হ্যান্ডারসনের গোলে লিড নেয় লিভারপুল। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মোহাম্মেদ সালাহ। ৩৮ মিনিটে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় এভারটন। তবে, সালাহ আর দিয়েগো জোতার দৃঢ়তায় হার এড়াতে পারেনি স্বাগতিকরা। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-১ করেন সালাহ। ৭৯ মিনিটে দলের বড় জয়ে অবদান রাখেন জোতা। এ জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে লিভারপুল। সমান ম্যাচে তালিকার ১৪ নম্বরে এভারটন। অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ম্যান সিটি।