ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আজিজুল হক নামে এক জন নিহত হয়েছে।
গেলো রাতে, উপজেলার মরিচার চর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, রাতে বাড়ির পাশে আজিজুলকে একা পেয়ে তার উপর অতর্কিতভাবে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এসময় তাকে বল্লম ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত আজিজুল উপজেলার মরিচার চর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।