ময়মনসিংহের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ও অগ্নিসংযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় দোষীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান, বিক্ষোভ ও অগ্নিসংযোগ করে তারা।
ছাত্ররা অভিযোগ করেন, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী সাগর চন্দ্র দে’কে রেগিংয়ের নামে নির্যাতনের মাধ্যমে আহত করে চারুকলা বিভাগের তিন শিক্ষার্থী। সাগর চন্দ্র দে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়ে এখন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এর আগে ছাত্রলীগ না করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদকে নির্যাতন করা হয়। ওই ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারসহ ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তির সুপারিশ করা হয়।