ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় দুই ভাই নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় দুই ভাই নিহত হয়েছে।
পুলিশ জানায়, গেলো রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কানহর এলাকায় বাসচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, ত্রিশালের বৈলর উজান পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও তার ভাই ব্যাংক কর্মকর্তা আব্দুল মজিদ। পুলিশ জানায়, এশার নামাজ শেষে দুই ভাই এক সাথে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তারা। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।