ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর রেল ব্রিজের উপর রেল লাইনের দু’পাশে কোনো রেলিং নেই

- আপডেট সময় : ১০:১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ব্রিটিশ আমলে নির্মিত ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর রেল ব্রিজের উপর রেল লাইনের দু’পাশে কোনো রেলিং নেই। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক পুরনো কাঠের স্লিপার ভেঙে গেছে। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় রেল লাইনের কাঠের স্লিপারের সঙ্গে লাগানো হুক বুল্ট ও ডগ স্পাইক চুরি হয়ে যাচ্ছে। ঝুঁকি নিয়েই রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন চলাচলের কারণে যাত্রীরা বড় ধরণের দুর্ঘটনার আতঙ্কে নিয়ে যাতায়াত করছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে শিগগিরই রেল লাইন মেরামত করা হবে।
ব্রহ্মপুত্র নদের উপর রেল ব্রিজের উপর দিয়ে ৩টি আন্তঃনগরসহ ১০টি ট্রেন ময়মনসিংহ থেকে প্রতিদিন নেত্রকোণা, কিশোরগঞ্জ, সিলেট ও চট্টগ্রাম রুটে যাতায়াত করছে। প্রায় ৪শ’ মিটার দৈর্ঘ্যের রেল ব্রিজের দু’পাশে কোনো রেলিং নেই। রেল লাইনের কাঠের স্লিপারগুলোও অনেক পুরনো। কিছু দূর পরপর কাঠের স্লিপারও ভাঙা। হুক ও ডগ স্পাইকও চুরি হয়ে গেছে। এসব কারণে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন।
এদিকে, কিছু ত্রুটি ও জনবল সংকটের কথা স্বীকার করে শিগগিরই রেল লাইন মেরামত করা হবে জানালেন রেলওয়ের এই কর্মকর্তা। বড় ধরণের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ রেল সেতুটি দ্রুত মেরামত করবে রেলওয়ে কর্তৃপক্ষ, এমনই প্রত্যাশা স্থানীয়দের।