ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে।
ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ইউটার্ণ নেয়ার সময় কাভার্ডভ্যানের সাথে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাদের বাবা-মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, গেলো রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে নান্দাইল উপজেলার চকমতি এলাকায় গরু বোঝাই ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিচালক হানিফ মিয়া ও আরোহী আরিফ মিয়া নিহত হয়।