ময়মনসিংহে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে
- আপডেট সময় : ১২:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। ল্যাব শুরুর প্রথম দিনই চারজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। পিসিআর ল্যাবের মাধ্যমে পরীক্ষা শেষে ফলাফল ঢাকার আইইডিসিআরে পাঠানো হবে বলে জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
২৪০টি কিট, প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক, টেকনিশিয়ান এবং পিপিইসহ আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পুরোদমে চলছে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা। প্রতিদিন এই ল্যাবে করোনার পরীক্ষা করা যাবে ৯৬ জনের। তবে প্রয়োজন অনুযায়ী আরো বেশী পরীক্ষাও করা যাবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ।
মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান জানালেন, পর্যাপ্ত সুযোগ সুবিধা সম্পন্ন অত্যাধুনিক এই ল্যাবে সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম চালানোর কথা।
বেশি বেশি নমুনা সংগ্রহ করে দ্রুত ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন জেলা নাগরিক আন্দোলনের এই নেতা।এদিকে, মেডিকেল কলেজের সাথে সমন্বয় করে অল্প সময়ের মধ্যে করোনার সন্দেহভাজন রোগীদের পরীক্ষা করানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানালেন সিভিল সার্জন।
ময়মনসিংহে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা একজন এরই মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে নগরীর এসকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা সন্দেহে চিকিৎসাধীন কোনা রোগী নেই।