ময়মনসিংহে জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে
- আপডেট সময় : ০২:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আবহাওয়া অনুকূলে থাকায় এবার ময়মনসিংহে জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। জেলার প্রতিটি হাটবাজার এখন কাঁঠাল বেচাকেনায় মুখর।
তবে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কাঁঠাল চাষীরা। তারা কাঁঠাল সংরক্ষণে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি ভবিষ্যতে বিবেচনার ও পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।
ময়মনসিংহে জমে উঠেছে কাঁঠালের বাজার। প্রতিটি উপজেলার হাটবাজার এখন কাঁঠালে ঠাঁসা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনায় সরগরম প্রতিটি বাজার।
এবার বাম্পার ফলন হলেও, দাম গতবারের অর্ধেক। লোকসানের কারণে হতাশ কাঁঠাল চাষীরা। পাইকার কম আসায় বিপাকে কাঁঠালের আড়তদাররাও।
ক্ষতিগ্রস্ত চাষী ও ব্যবসায়ীরা সরকারি সহায়তার পাশাপাশি কাঁঠাল সংরক্ষণের দাবি জানান।
সবচেয়ে বেশী কাঁঠাল হয় ভালুকায়। বাম্পার ফলনের কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা।
এবছর ৬৫ হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হবে জানিয়ে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জানান, ভবিষ্যতে কাঁঠাল সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুস্বাদু ও পুষ্টিকর কাঁঠালের আধুনিক চাষাবাদসহ সংরক্ষণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে; এমনটাই প্রত্যাশা সবার।