ময়মনসিংহে দু:স্থদের জন্য খাদ্য-বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি
- আপডেট সময় : ০৮:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ময়মনসিংহে দু:স্থদের জন্য খাদ্য-বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত কার্ডধারীরা। বিভিন্ন সময়ে ডিলারদের জেল-জরিমানা করা হলেও থামছে না চুরি ও অনিয়মের ঘটনা। তবে করোনাভাইরাসের বিষয়টি মাথায় রেখে চাল বিতরণে বাড়তি সতর্কতার কথা জানিয়েছে প্রশাসন।
সম্প্রতি ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হত দরিদ্রদের ১০ টাকা কেজি ধরে চালের ডিলার শফিকুল ইসলাম সরকারকে ১৬ টি কার্ডসহ আটক করে প্রশাসন। শফিকুল ১৬টি কার্ড বাবদ ৪৮০ কেজি চাল আত্মসাত করে ছিলেন। একই ইউনিয়নের আরেক ডিলার আব্দুল খালেকের ঘর থেকে ১৬ বস্তা চাল জব্দ করে আইনপ্রয়োগকারী সংস্থা।
এদিকে লকডাউনে ঘরে আবদ্ধ থাকা দরিদ্র লোকজন খাদ্য বান্ধব কর্মসূচির চাল না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
সট :আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বৈলর ইউনিয়ন পরিষদ।
এদিকে, অসাধু ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রকৃত কার্ডধারীদের ১০টা কেজির চাল পাওয়ার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন প্রশাসন।
জেলার ১৪৭টি ইউনিয়নে ৫৩৩ জন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার রয়েছে। সম্প্রতি অনেককেই অনিয়মের দায়ে জরিমানাসহ সর্তক করা হয়েছে। স্থানীয়দের দাবি,দোষীদের শাস্তির আওতায় আনলে কমবে অনিয়ম-দুর্নীতি।