ময়মনসিংহে ন্যায্যমূল্যে খোলা ট্রাকে তেল, চিনি ও মশুর ডাল বিক্রি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বাজারে কৃত্রিম সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ময়মনসিংহে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি’র মাধ্যমে ন্যায্যমূল্যে খোলা ট্রাকে তেল, চিনি ও মশুর ডাল বিক্রি শুরু হয়েছে।
সপ্তাহে ৬ দিন সকাল ১০টা থেকে জেলা সদরসহ উপজেলা পর্যায়েও প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। টিসিবি কর্তৃক এসব পণ্য ন্যায্য মূল্যে বিক্রির ফলে ক্রেতা সাধারণ খুশি হয়ে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করছেন। একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি চিনি, মশুর ডাল ২ কেজি ও ৫ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারছেন।