ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যান চালকসহ দু’জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে।
সকালে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চায়নামোড় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নগরীর চর ঈশ্বরদিয়ার মিন্টু মিয়া এবং চর নীলক্ষিয়ার শহিদ মিয়া। পুলিশ জানায়, ভ্যানগাড়ির চালক একজন যাত্রী নিয়ে চায়নামোড়ে পৌঁছালে বিদ্যুতের তার ছিঁড়ে গাড়িটি উল্টে যায়। মিন্টু মিয়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। ভ্যানচালক মিন্টুকে বাঁচাতে গেলে তিনিও তারে জড়িয়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।