ময়মনসিংহে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা ও মামলা ভ্রাম্যমাণ আদালতের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহে স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ী ও পথচারীদের জরিমানা ও মামলা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বিকেলে নগরীর নতুন বাজার, গাঙ্গিনারপাড়, জুবলীঘাট, সি.কে ঘোষ রোড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ও পথচারীরা মাস্ক ব্যবহার না করায় মোট পঁচিশ হাজার নয়শত টাকা জরিমানা আদায়সহ আটটি মামলা দায়ের করেন তিনি। নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।