ময়মনসিংহ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
- আপডেট সময় : ১২:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল ৮ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় ঢাকাগামী একটি গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলেই একজন মারা যায়। নিহত কামরুল ইসলাম উপজেলার পূর্বভালুকা কোনাপাড়া এলাকার আব্দুল কাদির সরকারের ছেলে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধান বোঝাই ট্রাকের ধাক্কায় মুরাদ হোসেন নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজাবিরাট রোডের এ দুঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে মুরাদ বাজার থেকে বাড়ী ফিরছিল পথে ট্রাকটি তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনারস্থলে সে নিহত হয়।