ময়মনসিংহ নেত্রকোণা চুয়াডাঙ্গা এবং গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
- আপডেট সময় : ০৬:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
“শতবর্ষে জাতির পিতা, সুবর্ণস্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এই স্লোগানে ময়মনসিংহ, নেত্রকোণা, চুয়াডাঙ্গা এবং গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
সকালে ময়মনসিংহে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরো এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ৩১ জন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক এবং জেলায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ৩ জনকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
একই স্লোগানে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে নেত্রকোণায়। আয়োজন করে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান, জনশক্তি অফিস ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার হাতে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নেতৃত্ব দেন।
এ উপলক্ষে গোপালগঞ্জে রেলী, আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়েছে। যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ।