ময়মনসিংহ, পাবনা ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত
- আপডেট সময় : ০৬:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহ, পাবনা ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত।
ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় দুই ভাই নিহত হয়েছে। পুলিশ জানায়, গেলো রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কানহর এলাকায় বাসচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, ত্রিশালের বৈলর উজান পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও তার ভাই ব্যাংক কর্মকর্তা আব্দুল মজিদ।
————–
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইঞ্জিলচালিত নছিমনের নিচে চাপা পরে পলাশ হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, আজ দুপুরে উপজেলার ঝিনাইগাড়ী কলকতি গ্রামে বাড়ির সামনে খেলা করছিল পলাশ এক পর্যায় বাড়ির সামনের পাকা রাস্তা দৌড়ে পার হওয়ার সময় ইঞ্জিলচালিত নছিমনের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
————
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় সড়ক দুর্ঘটানায় সাবিত্রী রানী দাস নামে এক নারী নিহত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সাবিত্রী রানী রাজারবাগান এলাকার রাম প্রসাদ দাসের স্ত্রী।