যতো প্রাকৃতিক দুর্যোগই আসুক বাংলাদেশের মানুষ তা মোকাবিলা করতে সক্ষম
- আপডেট সময় : ০১:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতো প্রাকৃতিক দুর্যোগই আসুক বাংলাদেশের মানুষ তা মোকাবিলা করতে সক্ষম। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায় তিনি একথা বলেন। বলেন, দুর্যোগ মোকাবিলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া বিভিন্ন পদক্ষেপ এখনো প্রাসঙ্গিক।
মঙ্গলবার সকালে, রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে এতে সভাপতিত্ব করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিদ্ধস্ত ও দুর্যোগ প্রবণ দেশ গঠনে বঙ্গবন্ধুর নেয়া পদক্ষেপ অনুসরন করছে বর্তমান সরকার।
যে কোন দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা তুলে ধরেন তিনি। সরকার প্রধান বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল । এরপর ” দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু” বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।