যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শিশু ও বৃদ্ধসহ ৫ জনের মরদেহ উদ্ধার হলো।
রাতে সিরাজগঞ্জ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা একজনকে এবং ঢাকা থেকে আসা ৭ সদস্যের ডুবুরী দলের সদস্যরা সকালে আমজাদ হোসেন নামে আরো একজনের মরদেহ উদ্ধার করে। এ নিয়ে ৭৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় এক শিশু ও বৃদ্ধ নিয়ে মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো ৮ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারে কাজ করছে স্থানীয় দমকল বাহিনী ও ঢাকা থেকে আসা ডুবুরী দল। মঙ্গলবার দুপুরের দিকে যমুনা নদীর চৌহালী উপজেলার স্থলচর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।