যমুনা নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে নদী ভাঙন
- আপডেট সময় : ০৫:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
যমুনা নদীর পানি কমতে শুরু করায় টাঙ্গাইলের নাগরপুর, ভূঞাপুর, কালিহাতী, গোপালপুর ও সদরে দেখা দিয়েছে নদী ভাঙন। ঘর বাড়ি বসত-ভিটা হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। এখন পর্যন্ত সরকারী-বেসরকারী কোন ত্রাণ সহায়তা পৌঁছায়নি ভাঙন কবলিতদের কাছে। অন্যদিকে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মানের দাবী স্থানীয়দের। জেলা প্রশাসন বলছে, বাঁধ নির্মাণের একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এভাবেই ভাঙনে শেষ হচ্ছে নদী পাড়ের মানুষের স্বপ্ন, ভিটে বাড়ি, রাস্তা ঘাট, ফসলি জমি ।
টাঙ্গাইলে যমুনার পানি কমতে শুরু করায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। জেলার নাগরপুর, ভূঞাপুর, কালিহাতী, গোপালপুর ও সদর উপজেলায় নতুন ভাবে আগ্রাসন চালাচ্ছে যমুনা ।
চোখের সামনেই যেন মুহূর্তের মধ্যে স্বপ্নের ঘরবাড়ি ভিটে মাটি চলে যাচ্ছে যমুনার গর্ভে। বিলীন হয়ে গেছে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর, বাজুটিয়া, টাডিপাড়া, কাঠবাগান, ফয়েজপুর, ডিজিটাল বড় রামপুরসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম । এক সপ্তাহে প্রায় দুই শতাধিক ঘর বাড়ি, রাস্তা ঘাট এবং শত শত হেক্টর ফসলী জমি গ্রাস করেছে যমুনা।
জেলা প্রশাসন বলছে, ইতোমধ্যেই স্থায়ীবাধ নির্মাণে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষে আগামী শুষ্ক মৌসুমে বাধ নির্মানের কাজ শুরু হবে।
জেলার ৫টি উপজেলার প্রায় ২০ টি গ্রামে নদী ভাঙনের মুখে পড়েছে।