যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
নিহত বাবা মধু ঋষি ও ছেলে সাগর ঋষি চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা। সকালে চৌগাছা–যশোর সড়কে একটি বাড়ীর সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সকালে মধু ঋষি ও তার সহযোগীরা ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ট্যাংকের মধ্যে পড়ে যান। খবর পেয়ে ছেলে সাগর ঋষি ও মধু ঋষি স্ত্রী ঘটনাস্থলে যান। মায়ের কথামতো বাবাকে উদ্ধার করতে ছেলে সেপটিক ট্যাংকে নামে। তিনিও উঠে না এলে স্থানীয়রা যশোর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে।