যশোরের বেনাপোল স্থলবন্দরে দু’জন স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল পোর্ট পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের প্যান্টের ভিতর তল্লাশী চালিয়ে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণবার জব্দ করা হয়। এর ওজন ১ কেজি ১৬৬ গ্রাম এবং যার বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।