যশোরের ভবদহ দুর্গত এলাকায় হবে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড
- আপডেট সময় : ০১:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
যশোরের ভবদহ দুর্গত এলাকায় হবে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড। ইতোমধ্যেই প্রকল্পটি একনেকে চুড়ান্তসহ শুরু হয়েছে ভুমি অধিগ্রহণ। ইপিজেড নির্মিত হলে অন্তত দেড় লক্ষ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে,যার সুফল পাবে কয়েক লক্ষ মানুষ।
অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়ায় চাষাবাদ অনুপযোগী জলাবদ্ধ খালে যশোর ইপিজেড স্থাপন করা হবে।নভেম্বরের শুরুতে এজন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়।অভয়নগরের মাগুরা, রাজাপুর, প্রেমবাগ, চেঙ্গুটিয়া, আরাজি বাহিরঘাট, বালিয়া ডাঙ্গা, মহাকাল ও আমডাঙ্গা মৌজায় ৫০৩ একর জমি অধিক গ্রহণের কাজ চলছে।এই ইপিজেড নির্মাণ হলে ভবদহ পাড়ের অন্তত পাঁচ লক্ষ মানুষের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন আসবে এবং পাবে নতুন নগরায়নের ছোঁয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন এখানে ইপিজেড হলে প্রায় দেড় লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে এবং এই কর্মসংস্থানের সুযোগ শুধু অভয়নগরের জন্য নয়, সমগ্র যশোরসহ সারা বাংলাদেশের জন্য এটি মাইল ফলক হবে।
অন্যদিকে, উপজেলা চেয়ারম্যান বলছে এই ইপিজেড হলে এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। তিনি আরো বলেন এ অঞ্চলে যে সকল যুবক বেকার আছে তাদের অগ্রধিকার ভিত্তিতে চাকরির সুযোগ দিতে হবে।
যশোর সদর ,অভয়নগর,মনিরামপুর ও কেশবপুর,উপজেলার মধ্যবর্তী স্থানে ভবদহ এলাকা। ভবদহ পাড়ের প্রায় দেড়শ গ্রামের মানুষ স্থায়ী জলবদ্ধতা শিকার। এমন স্থানে ঢাকা ও চট্রগ্রামের আদলে গড়ে তোলা হবে যশোর ইপিজেড।