যশোরের শার্শায় সাংবাদিক ও তার পিতাকে কুপিয়ে জখম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
যশোরের শার্শায় সাংবাদিক মেহেদী হাসান মোল্লা ও তার পিতা আজিজুর রহমানকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা
বৃহস্পতিবার সন্ধ্যায় গোড়পাড়া বাজারে মেহেদী হাসান মোল্লার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এসময় ওই সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র ভাংচুর করে। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পিতা-পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। জানা যায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের পক্ষে কাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে নির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা বিপুলের নির্দেশে এ হামলা করে তার সমর্থকরা। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরেই একজনকে গ্রেফতার করা হয়েছে।