যশোরে অপরিকল্পিতভাবে কপোতাক্ষ নদের উপর সেতু নির্মাণের অভিযোগ
- আপডেট সময় : ০৫:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় অপরিকল্পিতভাবে কপোতাক্ষ নদের উপর সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছে, সামান্য বৃষ্টিতেই সেতুর গার্ডারের নিচের অংশ পানি ছোঁয়। ভরা মৌসুমে এর নিচ দিয়ে নৌযান চলাচল করতে পারবে না। পুরনোটার গার্ডার লেভেলেই নতুন সেতু করা হয়েছে বলে জানিয়েছে সওজ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলে যাতায়াতের একমাত্র পথ এই মহাসড়ক। এই সড়কের ঝিকরগাছায় কপোতাক্ষ নদে পঞ্চাশ বছর আগের সরু সেতুটি ছিলো এক বিড়ম্বনা। বছর দেড়েক আগে এর পাশে ছয় লেন সড়কের জন্য দুটি সেতু’র কাজ শুরু হয়।
একটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সেতুটি ১২০ মিটার লম্বা ও ১৫ মিটার চওড়া। কিন্তু, এটি দেখে হতাশ এলাকাবাসী। তারা বলছেন, ভরা মৌসুমে নতুন সেতুর নিচ দিয়ে কোন নৌকা যেতে পারবে না। এখন সামান্য বৃষ্টি হলেই গার্ডারের নিচের অংশ পানি ছোঁয়।
অপরিকল্পিতভাবে সেতু নির্মাণের অভিযোগ এনে ক্ষোভ জানায়, এলাকাবাসী।
অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায়, পানি উন্নয়ন বোর্ড। তবে, আগের লেভেলেই সেতু নির্মাণের দাবি করে সওজ।
জাইকার অর্থায়নে প্রায় দেড়’শ কোটি টাকা ব্যয়ে সেতু দুটি নির্মাণ করা হচ্ছে।