যশোরে একটি চক্র নকল ফেনসিডিল এবং মদ তৈরি করে বাজারজাত করছে
- আপডেট সময় : ০৩:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সীমান্তে বিজিবির কঠোর নজরদারিতে ভারত থেকে মাদক আসা বন্ধ হওয়ায় যশোরেই একটি চক্র নকল ফেনসিডিল এবং স্থানীয়ভাবে মদ তৈরি করে বাজারজাত করছে। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎপরতা না থাকায় গত ১ মাসে নকল মদ খেয়ে ২০ জন মাদক সেবনকারীর মৃত্যু হয়েছে। এদিকে পুলিশ, রেব ও বিজিবির সমন্বিত প্রচেষ্টায় সাড়াশি অভিযানে মাদক কারবারীদের সিন্ডিকেট প্রায় বন্ধ হয়ে গেছে বলে দাবী আইন-শৃক্ষলা বাহিনীর।
যশোর সীমান্তে ভারতে থেকে মাদক আসা বন্ধে তৎপর বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে যশোর জেলায় গত ৪ মাসে ২ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৪৬৫ টাকা মূল্যের ফেনসিডিল, মদ, গাজা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ৭৬৪ জন মাদককারবারী ও সেবিকে । মামলা হয়েছে ৬১২টি । অনেক মাদককারবারী ক্রস ফায়ারের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
এদিকে, সীমান্তে বিজিবির কড়া নজরদারিতে ভারত থেকে মাদক আসা বন্ধ হওয়ায় একটি চক্র কৌশলে নকল ফেনসিডিল ও স্থানীয়ভাবে মদ তৈরি করে বাজারজাত করছে। গত ১ মাসে নকল মদ খেয়ে প্রায় ২০জনের মৃত্যু হয়েছে। এ চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের।
যশোর-৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, কঠোর অভিযানে দীর্ঘদিন গা-ঢাকা দেয়া মাদককারবীরা নতুন করে সীমান্তে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এ সিন্ডিকেট ভাংতে কাজ করছে বিজিবি।
এদিকে, দীর্ঘদিন পর মাদক নিয়ন্ত্রণে আসায় সন্তোষ প্রকাশ করেছেন যশোরবাসী। তারা বলছেন, মাদকের বিরুদ্ধে সবাই একযোগে কঠোর অবস্থানে থাকলে এ অবস্থা স্থায়ী হবে।
এ বিষয়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বাহাউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পওয়া যায়নি।