যশোরে কমতে শুরু করেছে সবজির দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭০ বার পড়া হয়েছে
যশোরে কমতে শুরু করেছে সবজির দাম। গত দু’দিনে সব ধরণের সবজিতে প্রতিকেজি গড়ে দাম কমেছে ৮ থেকে ১০ টাকা। তবে সবজির উৎপাদন পর্যাপ্ত হওয়ায় খুশি কৃষকরা।
কৃষি বিভাগের হিসেবে, সারাদেশে সবজির চাহিদার একটি বড়ো অংশের যোগান দেন যশোরের কৃষকরা। এবার এ জেলায় প্রচুর পরিমাণে পাতাকপি, ফুলকপি, বেগুন, বিভিন্ন ধরনের শাক, শিম, ওলকপি, মূলা, করলা, পেঁপেসহ বিভিন্ন সবজি উৎপাদন হয়েছে। শীতের শুরুতে সবজির দাম চড়া হলেও, গত দু’দিনে সবজির দাম কমতে শুরু করেছে। পাইকারি বাজারে সব ধরনের সবজিতে দাম কমেছে প্রতিকেজি গড়ে ৮ থেকে ১০ টাকা।
চাষীরা বলছেন, দাম কিছুটা কমে গেলেও, সবজির ফলন ভাল হওয়ায় তারা লাভবান হচ্ছেন। যশোর জেলায় এবার শীত মৌসুমে সাড়ে ১৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়েছে।