যশোরে কাবিখার চাল বিক্রির ঘটনা ধামাচাপা দিতে রাতারাতি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা
- আপডেট সময় : ০৪:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
যশোরের মনিরামপুরে কাবিখার চাল কালোবাজারে বিক্রির ঘটনা ধামাচাপা দিতে রাতারাতি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করে আত্মসাতকারীরা। এর মধ্যে একটি প্রকল্পের কাজ প্রতিহত করেছে এলাকাবাসী। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পরস্পরকে দোষারোপ করছেন। আর প্রশাসন বলছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
৪ এপ্রিল শনিবার খুলনার মহেশ্বরপাশা সরকারী খাদ্র্য গুদাম থেকে যশোরের মনিরামপুরের উদ্দেশ্যে ৫ ট্রাক সরকারি কাবিখার প্রকল্পের চাল আসে। এর মধ্যে এক ট্রাক চাল গোডাউনে আনলোড না করেই স্থানীয় ভাই ভাই রাইস মিলে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে, ৫৫৫ বস্তা চাল উদ্ধার করে। সেখান থেকে ট্রাক ড্রাইভার ও মিল মালিক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আটক করে মামলা দিয়ে, আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।
চাল উদ্ধারের ঘটনা ধামাচাপা দিতে, রাতের আধারে তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করে আত্মসাতকারীরা। দ্রুত ড্রেজার মেশিন দিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে শর্ত ভঙ্গ করায় বাধা দেন এলাকাবাসীরা।
কাবিখার চাল আত্মসাতের ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পরষ্পরকে দায়ি করেছেন।
এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।