যশোরে বাণিজ্যিকভাবে বাড়ছে ড্রাগন ফলের চাষ
- আপডেট সময় : ০৯:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
দেশীয় বাজারে চাহিদা থাকায় যশোরে বাণিজ্যিকভাবে বাড়ছে ড্রাগন ফলের চাষ। এই ফল চাষে স্বল্প সময়ে সাবলম্বী হওয়ার সুযোগ থাকায় সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। কৃষি বিভাগ বলছে, ড্রাগন ফল চাষাবাদ ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সবরকম সহযোগিতা দিতে প্রস্তুত তারা ।
দেশীয় বাজারে চাহিদা থাকায় অনেকেই ঝুঁকছেন ড্রাগন চাষে। থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও ভিয়েতনাম থেকে আনা বিভিন্ন জাতের ড্রাগন চারা দিয়ে দেশে গড়ে উঠেছে ফল বাগান । বিশেষ করে গেল চার বছরে যশোরের বিভিন্ন উপজেলায় এ ফল চাষের ব্যাপক বিস্তার ঘটেছে। যশোর সদর, ঝিকরগাছা, চৌগাছা, শার্শা ও বাঘারপাড়া উপজেলাতে বড় পরিসরে আবাদ হচ্ছে ড্রাগন ফল। শিক্ষিত যুবক থেকে শুরু করে গৃহবধূ ও ব্যবসায়ীরাও ড্রাগনের আবাদ করেছেন।
অধিক লাভজনক হওয়ায় এ ফলের চাষে ঝুকছেন বিভিন্ন পেশাজীবীসহ শিক্ষার্থীরা।
কৃষি বিভাগের হিসেবে জেলার ৫১ হেক্টর জমিতে নতুন এ ফলের আবাদ হয়েছে। নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহায়তাও দিচ্ছে তারা।
এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত গাছ থেকে ড্রাগন ফল সংগ্রহ করা যায়।