যশোরে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম
- আপডেট সময় : ০৮:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
যশোরে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। গত এক সপ্তাহে দাম তিন গুণ বেড়ে এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকায়। হঠাৎ দাম বাড়ায় কাঁচা মরিচ কিনতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। টানা বৃষ্টিতে মরিচ গাছ ক্ষতিগ্রস্থ হওয়ায় ফলন কমেছে। এতে, দাম বেড়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।
যশোরে এবার ৬৫৫ হেক্টর জমিতে কাঁচা মরিচ চাষ হয়েছে। ভারী বর্ষায় অনেক জায়গায় পানি জমে গাছ মরে গেছে। ফলন কমায় এক সপ্তাহে মরিচের দাম বেড়েছে তিন গুণেরও বেশি। এখন ক্ষেত থেকেই প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকায় কিনছে পাইকাররা। ভারত থেকে মরিচ আমদানি না করার দাবি জানিয়েছে কৃষক।
শহরের বড় বাজার, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, রেলবাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। তবে, দাম বেশি হওয়ায় বিক্রি কমে গেছে।
সব পণ্যের সাথে সাথে মরিচের দামও বেড়েই চলেছে বলে হতাশা জানায় ক্রেতারা।
এতে চাষিরা লাভবান হলেও ভোক্তাদের সমস্যা হচ্ছে বলে মনে করে, কৃষি বিভাগ।
জেলায় স্থানীয় জাতের পাশাপাশি তিন ধরণের মরিচ চাষ হয়।