যশোর ও সাভারে জমে উঠেছে ফুলের বাজার
- আপডেট সময় : ০৪:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৯২ বার পড়া হয়েছে
বিশ্ব ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে যশোর ও সাভারে জমে উঠেছে ফুলের বাজার। ফুলে ফুলে ছেয়ে গেছে ফুলের রাজধানী খ্যাত- যশোরের গদখালী। ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুনকে কেন্দ্র করে গদখালীর ফুলের বাজার এখন জমজমাট।
সব ফুলের চাহিদা কমবেশী থাকলেও বিক্রির ক্ষেত্রে অন্যসব ফুলকে ছাড়িয়ে গেছে গোলাপ। এবার গোলাপের পাইকারি দামে রেকর্ড ভেঙেছে। গতকাল রেকর্ড দামে গোলাপ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। প্রতিটি গোলাপ ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। গতকাল এক দিনেই ১ কোটি টাকার গোলাপ কেনাবেচা হয়েছে গদখালীর পাইকারি ফুলের বাজারে। পাশাপাশি গ্লাডিওলাস, জারবেরা ও রজনিগন্ধা ফুলের দামও চড়া। ব্যবসায়ীরা বলছেন, দিবস দুটি ঘিরে এ অঞ্চলের চাষিরা গত এক সপ্তাহে প্রায় ৩০ কোটি টাকার ফুল বিক্রি করেছেন। এবার চড়ামূল্যে ফুল বিক্রি করতে পারায় গত দুই বছরের করোনা আর প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী ফুলচাষীরা।