যশোর, বেনাপোল, কুষ্টিয়া ও নোয়াখালীর বিভিন্ন এলাকা লকডাউন
- আপডেট সময় : ০৫:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
যশোর, বেনাপোল, কুষ্টিয়া ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা লকডাউন করেছে কর্তৃপক্ষ।
করোনা সংক্রমণের উচ্চতায় থাকা যশোরের ৮ উপজেলার ২৪টি এলাকা রেডজোন চিহ্নিত করে সেখানে লকডাউন করা হয়েছে। রেডজোনভুক্ত এসব এলাকায় সোমবার থেকে সরকারি ছুটি কার্যকর হয়েছে। রেডজোন এলাকায় সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
বেনাপোল পৌর শহরকে রেডজোন ঘোষণার পর লকডাউন করা হলেও তা মানছে না পৌরবাসী। একদিকে রাতের আধারে ভেঙে ফেলা হচ্ছে বেরিকেড। অপরদিকে আবার তা বসাচ্ছে প্রশাসন। বেনাপোলের ২ ও ৩ নাম্বার ওয়ার্ডকে রেডজোন ঘোষণা করে শার্শার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
করোনা সংক্রমন রোধে কুষ্টিয়া পৌরসভার আগের ৮টি ওয়ার্ডের সাথে ৪ এবং ১৫নং ওয়ার্ডসহ ১০টি ওয়ার্ড এবং ভেড়ামারা পৌরসভার ৭টি ওয়ার্ডের সাথে আরও ২টি ওয়ার্ডসহ মোট ৯টি ওয়ার্ড এবং বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়নকে রেডজোন ঘোষণা করা হয়েছে।
করোনার ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালীর ৩টি উপজেলা– সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জে চলছে লকডাউন। রাস্তায় চেকপোস্ট বসিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে প্রধান প্রধান সড়ক ও পাড়া-মহল্লায় মাইকিং করছে প্রশাসন।