যশোর শিক্ষা বোর্ডের আড়াই কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্তে নেমেছে দুদক
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৬৯২ বার পড়া হয়েছে
চেক জালিয়াতির মাধ্যমে যশোর শিক্ষা বোর্ডের আড়াই কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক যশোর কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস ছায়াদাতের নেতৃত্বে একটি দল শিক্ষা বোর্ডে গিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করেন।
এর আগে, সকালেই শিক্ষা বোর্ডের সচিব এ.এম.এইচ আলী আর. রেজা এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। চলতি অর্থবছরে যশোর শিক্ষা বোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ ১০ হাজার ৩৬ টাকার ৯টি চেক ইস্যু করে। এ ৯টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের নামে ১ কোটি ৮৯ লাখ ১২ হাজার ১০ টাকা এবং শাহীলাল স্টোরের নামে ৬১ লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছে হিসাব সহকারী আব্দুস সালাম। বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতরা টাকা ফেরত দিতে যোগাযোগ করছে।