যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আবাসিক ভবন থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আবাসিক ভবনের কক্ষ থেকে জহুরুল ইসলাম নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুপুরে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। গত বছরের ৩০ নভেম্বর পাবনার আদালতের মাধ্যমে হত্যা মামলার আসামি হিসেবে সে শিশু উন্নয়ন কেন্দ্রে আসে। শিশু উন্নয়ন কেন্দ্র ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আবাসিক ভবনের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় জহুরুলকে ঝুলতে দেখে নিবাসী শিশুরা। এ সময় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যশোর থানা কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই শিশু আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ২০২০ সালের আগস্ট মাসে ওই কেন্দ্রে তিন শিশুকে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে আরও কয়েকজন শিশু আত্মহত্যা করে।