যশোর হর্টিকালচার সেন্টারটি বর্তমানে উন্নত মানের ফল, সবজি, ঔষধী গাছের বিশাল সংগ্রহশালা
- আপডেট সময় : ০৫:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৬৭০ বার পড়া হয়েছে
যশোর হর্টিকালচার সেন্টারটি বর্তমানে উন্নত মানের ফল, সবজি, ঔষধী গাছের বিশাল সংগ্রহশালায় পরিনত হয়েছে। এখানকার বিভিন্ন জাতের মাতৃগাছ থেকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে চারা ও কলম তৈরী করে তা ছড়িয়ে দেয়া হচ্ছে কৃষক পর্যায়ে।
যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের প্রাচীরের গাঁ ঘেষে দেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ হর্টিকালচার সেন্টারের অবস্থান। এখানে প্রচলিত এবং অপ্রচলিত বিভিন্ন উন্নতমানের ফলজ-বনজ ও ঔষধী গাছের চারা উৎপাদন হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারবাহিকতায় চলতি মৌসুমে এ সেন্টারে উন্নত মানের ৩০টি বিভিন্ন ফলজ, বনজ, ওষধি গাছের মাতৃগাছ থেকে কলম তৈরী করে তা কৃষক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে। কৃষকরা বলছেন এখানকার চারার মান ভালো হওয়ায় তারা বেশ লাভবান হচ্ছেন।
মাতৃগাছ পরিচর্যা ও কলম তৈরীতে সার্বক্ষনিক কাজ করছে হর্টিকালচার সেন্টার থেকে প্রশিক্ষণ নেয়া একদল শ্রমিক।
হর্টিকালচার সেন্টার চাহিদাপূরণের পাশাপাশি কৃষক পর্যায়ে আধুনিক বাগান সৃজণে আরও ভূমিকা রাখবে বলে জানালেন এ কৃষি কর্মকর্তা।
ফল, সবজি উৎপাদন ও চারা বিক্রির পাশাপাশি এ হর্টিকালচারের এ সেন্টার থেকে কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।