যাত্রী সেজে চালককে কুপিয়ে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে যাত্রী সেজে চালককে কুপিয়ে অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত ৯টার দিকে কমলনগর উপজেলার করাতির-হাট বাজারের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় চরলরেন্স থেকে এক যাত্রী লক্ষ্মীপুর আসার জন্য অটোরিক্সাটি ভাড়া করে। করাতির বাজারে পৌছালে হঠাৎ গাড়ির চাবি দিতে বলে যাত্রী। রাজি নাহলে চালক সবুজকে ছুরিকাঘাত করে দুর্বত্তরা। তার চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। চালক সবুজকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।