যানজটে নাকাল অবস্থা দিনাজপুরবাসীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
যানজটের জাতাকলে নাকাল অবস্থা দিনাজপুরবাসীর। বিশেষ করে শহরের ব্যস্ত এলাকা পরিণত হয়েছে যানজটের কেন্দ্র বিন্দুতে।এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা বানিজ্যেও।
২৪.৭৫ বগর্কিলোমিটারের দিনাজপুর পৌরসভায় অটোবাইক বা ইজিবাইকের সংখ্যা প্রায় ২৫ হাজার। যার অধিকাংশের নেই অনুমোদন। এছাড়া রাস্তাগুলো হয়ে গেছে প্রয়োজনের তুলনায় সরু।সচেতন মহল বলছে, অটোবাইকগুলোকে বিআরটিএ’র নীতিমালার মধ্যে আনা জরুরী। সেই সাথে দূর্ঘটনা রোধে অটোচালকদের প্রশিক্ষন দেওয়া উচিৎ।
ট্রাফিক বিভাগ স্বীকার করেছে, জনবল স্বল্পতার কারণে সড়কে শৃংখলা আনতে বেগ পেতে হচ্ছে।
এদিকে পৌর মেয়র জানালেন ইজিবাইকের কারনে শহরে যানজট হচ্ছে।
শহরের যানজট নিরসনে বস্তবমুখী পদক্ষেপ সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে সহযোগীতা করবে এমনটাই আশা দিনাজপুরের মানুষের।