যানজট নিরসন ট্র্যাফিক পুলিশের একার পক্ষে সম্ভব নয় : হাবিবুর রহমান
- আপডেট সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ১৬৭০ বার পড়া হয়েছে
রাজধানীর যানজট নিরসন শুধু ট্রাফিক পুলিশের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রাস্তায় শৃংখলা আনতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক সচেতনামূলক আনুষ্ঠানে তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। সেই সাথে নগর পরিবহনেও পরিবর্তন আনা হচ্ছে। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন হাবিবুর রহমান।
ট্রাফিক ব্যবস্থাপনা ও রোড সেফটি নিয়ে রাজধানীতে সেমিনারের আয়োজক আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার, হাবিবুর রহমান।
ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সবাইকে আইন মেনে চলার অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠান শেষে আন্তজেলা বাসে নতুনভাবে চালু হওয়া গেটলক সিস্টেম ও মোটরসাইকেলের সব্বোর্চ্চ গতিসীমা ৩০ কিলোমিটার নিয়েও কথা বলেন কমিশনার।
রাজধানীর স্কুল, মার্কেট ও বাসস্ট্যান্ডের আশেপাশে অবৈধভাবে যেসব গাড়ি পার্কিং করা থাকে তাদের বিষয়েও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান হাবিবুর রহমান।