যানবাহন চোর চক্রের ১১ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
যানবাহন চোর চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় কর্মকর্তারা। তারা জানান, মোটর সাইকেল, প্রাইভেট ও অটোরিক্সা চুরি-ছিনতাই করতো এসব আসামীরা।
নকল চাবি দিয়ে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি শেষে মুন্সিগঞ্জ ও ঢাকার আশেপাশে বিক্রি করতো একটি চক্র।
মূলহোতা নুর মোহাম্মদসহ চোরচক্রের ৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির অপরাধ গোয়েন্দা পুলিশ। জব্দ হয় ১৩টি চোরাই মোটরসাইকেল।
দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত এই চক্র ৫ শ মোটরসাইকেল চুরি করেছে।
উত্তরায় গার্ডার দুর্ঘটনার জেরে পূর্ব থানায় চায়না ঠিকাদারের বিরুদ্ধে করা মামলায় ছায়া তদন্ত করবে ডিবি। পাশাপাশি যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগ নেতা হত্যায় খুনীদের গ্রেফতারে অভিযান চলছে, জানালেন হারুন অর রশীদ।
এদিকে, আলাদা অভিযানে রাজধানীর সবুজবাগ ও মুগদা থেকে অটোরিকশা চোরচক্রের ৪ জনকে গ্রেফতার করেছে রেব। জব্দ করা হয় ২৩টি চোরাই অটোরিক্সাও।
সকালে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেব ৩ এর অধিনায়ক জানান, মূল হোতা কমল ১২ বছর যাবৎ রিক্সা চুরি, ছিনতাই এবং ডাকাতি করে আসছে।
এভাবে গত ৭ বছরে ৫ শতাধিক ব্যাটারী চালিত রিক্সা চুরি ও ছিনতাই করে তারা।
এছাড়া একাধিক গাড়ীর চুরির সাথে জড়িত সংঘবদ্ধ আরেকটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। গাড়ী চুরির সরঞ্জামদিও জব্দ করা হয়।