যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে উল্টে গেছে ফেরি শাহ আমানত
- আপডেট সময় : ০৪:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
তলা ফেটে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে উল্টে গেছে শাহ আমানত ফেরি। ঘটনাস্থলে উদ্ধারে কাজ করছে বিভিন্ন সংস্থার ৫টি ইউনিট। সঙ্গে আছে বিআইডব্লিউটি’এর উদ্ধারকারী জাহাজ হামজা। উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবরী দলও। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
দৌলতদিয়া ঘাট থেকে সকালে পাটুরিয়ায় উদ্দেশ্যে রওয়ানা দেয়ন রো রো ফেরি শাহ আমানত। পাটুরিয়ায় পৌঁছে নোঙর করে ৩টি গাড়ি আনলোড শেষ হতেই ফেটে যায় ফেরির তলা। বাকী ১৪ ট্রাক ও কয়েকটি মোটর সাইকেল নিয়ে উল্টে যায় নৌযানটি।
বিআইডব্লিইটিসি সুনিদিষ্ট কারণ বলতে না পারলেও, ঘটনাস্থলে থাকা মানুষদের দাবী, নিচে ছিদ্র হয়ে পানি উঠেই কাত হয়ে যায় ফেরিটি।
দুর্ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট। বিআইডব্লিউটি’এর উদ্ধারকারী জাহাজ হামজাও কাজ করছে।
উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন থাকবে, জানান পুলিশ সুপার।
ঘটনাস্থলে যান জেলাপ্রশাসক। ৪ সদস্য বিশষ্টি একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন।
বিআইডব্লিউটি’এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যোগ দেয় উদ্ধার কাজে।