যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদ বাড়াতে বরিশালে প্রশিক্ষণের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদ বাড়াতে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণে বরিশালে দু’দিনব্যাপী কৃষিযন্ত্র চালক ও মেকানিকদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি এন্ড পোষ্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের আয়োজনে নগরীর সাগরদীতে আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটে সকালে অনলাইনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবির। বরিশাল ব্রি আঞ্চলিক কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. সাইফুল ইসলাম।