যারা অবৈধভাবে পণ্য মজুত করে, তাদেরকে গণধোলাই দেয়া উচিত : প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারকে বিপদে ফেলার জন্য যারা অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করতে চায়, তাদেরকে গণধোলাই দেয়া উচিত। সকালে গণভবনে জার্মান সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশে দুর্ভিক্ষের ষড়যন্ত্র এখনও আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন ঠেকানোর পরিকল্পিত চক্রান্ত আর সরকার উৎখাত করতে আন্দোলনকারীরাই বাজার কারসাজির সাথে জড়িত। নির্বাচন নিয়ে জার্মান সফরে বিশ্ব নেতাদের কেউই কোনো প্রশ্ন তোলেনি বলে জানান শেখ হাসিনা।নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে পশ্চিমা বিশ্বের বাংলাদেশের নীতি ও কার্যক্রমসমূহ থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।