যারা কাউন্সিল ডেকেছে তাদের সঙ্গে জাপার কোনো সম্পর্ক নেই : চুন্নু
- আপডেট সময় : ১০:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
যে বা যারা কাউন্সিল ডেকেছে তাদের সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রওশন এরশাদের প্রধান পৃষ্ঠপোষক পদটি অলংকারিক বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে বনানীতে চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের যৌথ সভাশেষে সংবাদ সম্মলেনে এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু। জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে সভায় দলটির প্রেসিডিয়ামের ৩৮ জন সদস্য এবং ২০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন দলটির মহাসচিব। তিনি বলেন, জাতীয় পার্টির সংসদীয় বৈঠকে সর্ব সম্মতিক্রমে চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং দলটির সেই সিদ্ধান্ত স্পিকারকে জানানো হয়েছে। দ্রুত সেই সিদ্ধান্ত কার্যকর করতে স্পিকারকে পুনরায় অনুরোধ জানান মুজিবুল হক চুন্নু। এসময় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং এখানে কেউ চিরশত্রু বা বন্ধু নয়।