যারা সহিংসতার সাথে যুক্ত তারা কোন ধর্মের বা দলের হতে পারে না : ধর্মপ্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা ও পরবর্তী সহিংসতার ঘটনাকে ‘ইচ্ছাকৃত এবং পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপি।
সকালে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড় ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব বিষয়ে কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, দলেরও যদি কেউ সাম্প্রদায়িক হামলায় যুক্ত থাকে, তবে সেও অপশক্তির অন্তর্ভুক্ত এবং ছাড় দেয়া হবে না তাকেও। দেশের অগ্রযাত্রা ব্যাহত করতেই এসব করা হচ্ছে, মন্তব্য করে ধর্মমন্ত্রী বলেন, যারা এ ঘটনার সাথে যুক্ত তারা কোন ধর্মের বা দলের হতে পারে না। অপরাধ যেই করুক,শাস্তি তাকে পেতেই হবে।