যুক্তরাজ্যে রেকর্ড মাত্রায় তাপদাহে লন্ডনে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা
- আপডেট সময় : ০১:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যে রেকর্ড মাত্রায় তাপদাহে লন্ডনে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন ছড়িয়ে পড়ায় রাজধানীতে ‘জরুরি অবস্থা’ জারি করেছে লন্ডন ফায়ার ব্রিগেড।
ইতিহাসে প্রথমবারের মতো ৪০ ডিগ্রি তাপমাত্রা দেখেছে ব্রিটেনবাসী। তীব্র দাবানলে পুড়ছে ইউরোপও।
এদিকে, ভারি বৃষ্টিপাত-বন্যায় রীতিমতো নাজেহাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
এক বিবৃতিতে লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, শহরের বিভিন্ন স্থানে কয়েক ডজন অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। তাপপ্রবাহের ফলে দেশটির রেল লাইন বেঁকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রেখেছে যুক্তরাজ্য সরকার।
দাবানলের ভয়াবহতা ছড়িয়েছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন, গ্রিস, ক্রোয়েশিয়া ও মরক্কোতে। পর্তুগাল ও স্পেনে সম্প্রতি এক হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে।নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার মানুষকে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নিউইয়র্কের দুর্দশার চিত্র।
ম্যানহাটানের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিপাতে সৃষ্টি হয় আকস্মিক বন্যার। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, গেলো
২৪ ঘণ্টায় নিউইয়র্ক সিটিতে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একই অবস্থা নিউ জার্সিতেও।