যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গুলিতে এক শিক্ষার্থী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গুলিতে এক কিশোর শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে দু’জন। লোয়া অঙ্গরাজ্যে গতকাল একটি হাই স্কুলের বাইরে এ ঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই ইস্ট হাইস্কুলে পৌঁছান পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকারীরা। এক বিবৃতিতে জানানো হয়েছে, একটি চলন্ত গাড়ি থেকে হামলা চালানো হয়। হামলার শিকার শিক্ষার্থীরা স্কুল ভবনের বাইরে ছিলেন। এই ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্কুলটি। এতে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে, তাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয়নি।