যুক্তরাষ্ট্রের কলম্বাস শহরে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস শহরে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছেন ।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।ছুরিকাঘাতের চেষ্টা থামাতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় একটি সংবাদমাধ্যম। এক সংবাদ সম্মেলনে কলম্বাসের পুলিশ জানায়, ৯১১’তে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ।কলম্বাস পুলিশ একটি বডিক্যাম ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা গেছে, একটি কিশোরী মেয়ে দু’জন নারীকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। এক পর্যায়ে পুলিশ ওই কিশোরীকে লক্ষ্য করে গুলি চালালে একজন কিশোরী নিহত হয় ।এ ঘটনার তদন্ত চলছে। স্থানীয় অধিবাসীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ বিভাগ ।